2024-12-24
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

ব্লাড ফ্লু সংক্রমণের সম্ভাবনা রয়েছে বলে ধারণা পশু চিকিৎসকের !

জনতার কলম,ত্রিপুরা,বিশালগড়,প্রতিনিধি :- বিশালগড় ঢাকার বাড়ি এলাকার মণিপুরী বস্তি মাঝে সরকারি অর্থে পাওয়া হাঁসের বাচ্চা দিয়ে আজ থেকে প্রায় 8 মাস পূর্বে একটি হাঁসের ফার্ম করেছেন এই এলাকার বিকাশ সিনহা সহ আরো চারজন যুবক। অনেক মাস ধরে ব্যাপক পরিমাণে পরিশ্রম করে সমস্ত হাঁসগুলি কে লালন পালন করে আসছিলেন চারজন যুবক। আর মাত্র কিছুদিন পরই এ সমস্ত হাঁসগুলি ঘরে প্রত্যেকদিন ১০০থেকে ২০০করে ডিম দেওয়া শুরু করার পথে চলছিল। প্রায় হঠাৎ করে চার পাঁচ দিন ধরে প্রত্যেক দিনে এ ফার্মের মধ্যে গড়ে প্রায় ১০থেকে ২৫ টি হাঁস মারা যাচ্ছে। ভয়ে ফার্মের মালিক প্রথমে চরিলাম পশু হাসপাতালের ডাক্তারের নিকট চিকিৎসা করার জন্য চলে যান। কিন্তু তার কোনো রকম ফল পাওয়া গেল না। অবশেষে আজ হাঁসের মৃত্যুর সংখ্যা যখন বেড়ে যাচ্ছে সেই সময় পশু হাসপাতাল এর সমস্ত আদিকর্তা ছুটে আসেন বাড়ি স্থিত সেই বিকাশ সিনহার ফার্মে।সেখান থেকেই মৃত হাস গুলিকে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য আগরতলা স্থিত পশু চিকিৎসা ল্যাবরেটরি তে পাঠানো হয়েছে যখন ডাক্তারবাবুদের জিগেশ করা হয় তখন উনারা এই মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলতে পারছেন না। কিন্তু ওই এলাকার মানুষের মধ্যে ব্লাড ফ্লু নিয়ে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ছে । তাই এখন উক্ত ফার্মের মালিকেরা চাইছেন সরকারি মত যা যা করণীয় তা যেন সরকার এ ফার্মের প্রতি করেন এবং তাদের এ ফার্ম কে যেন রক্ষা করে থাকেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service