জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ ব্রেকথ্রো সাইন্স সোসাইটির 27 তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সংগঠনের ত্রিপুরা ছাত্রদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। এই উপলক্ষে আজ ২রা জানুয়ারি সংগঠনের রাজ্য অফিস সংলগ্ন এডি নগর এলাকা থেকে ড্রপগেইট পর্যন্ত এক রেলি আয়োজন করেন দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলা, মৌলিক গবেষণা অর্থ বরাদ্দ বৃদ্ধি, ওঝা তান্ত্রিক থেকে মুক্ত হয়ে বৈজ্ঞানিক পথ অবলম্বন, জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিল ও ডাইনি অপবাদে অত্যাচার এবং হত্যা বন্ধের দাবির আহবানকে সামনে রেখে এই রেলীর আয়োজন। এ দিনের কর্মসূচি থেকে সংগঠনের সম্পাদক রাজু আচার্য বক্তব্য রাখতে গিয়ে জানান দেশে আজ যান্ত্রিক অগ্রগতি অভূতপূর্ব হচ্ছে ঠিকই কিন্তু বেশিরভাগ মানুষ আজও বিজ্ঞানমনস্ক মনন না থাকার দরুন মধ্যযুগীয় কুসংস্কারের বেড়াজালে জড়িয়ে আছে। তাছাড়া ডাইনি অপবাদে আজকেও রাজ্যে বহু মানুষকে হত্যা করা হচ্ছে তার জন্য মূলত আমাদের শিক্ষাব্যবস্থায় দায়ী বলে অভিমত ব্যক্ত করলেন তিনি।পাশাপাশি এদিন সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিভিন্ন অঞ্চলে বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে সর্বোপরি রাজ্যব্যাপী বিজ্ঞান আন্দোলন গড়ে তুলতে ছাত্র-শিক্ষক অধ্যাপকসহ বিজ্ঞান অনুরাগী মানুষদের এগিয়ে আসা আহব্বান রাখা হয়েছে।
রাজ্য
সমাজ কুসংস্কারের বেড়াজালে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে শিক্ষাব্যবস্থায় দায়ী – ব্রেকথ্রো সায়েন্স সোসাইটি
- by janatar kalam
- 2021-01-02
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this