জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- দীর্ঘ প্রতীক্ষার অবসান। বহুদিন ধরে রাজ্যের মানুষ মহামারি করোনা থেকে রেহাইয়ের পথ হিসেবে করোনা প্রতিষেধকের অপেক্ষার প্রহর গুনছিলেন।আজ তা বাস্তবে রুপ নিয়েছে। রাজ্যে করোনা প্রতিষেধক আসার পর শুরু হল পরীক্ষামুলক প্রক্রিয়া। প্রতিষেধক আসার পর রাজ্যের প্রায় 45 হাজার স্বাস্থ্যকর্মী করোনার প্রতিষেধক পাবেন এবং স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই তাদের সনাক্ত করন শুরু করে দিয়েছে। শনিবার তারই পরিপ্রেক্ষিতে পশ্চিম ত্রিপুরা জেলার তিনটি স্বাস্থ্যকেন্দ্রে টিকাকরণের মক ড্রিল আয়োজন করা হয়েছে রাজধানীর আইজিএম হাসপাতাল, গান্ধীগ্রাম স্বাস্থ্য কেন্দ্র এবং বোরাখা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান বিধায়ক তথা রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ডক্টর দিলীপ দাস মহোদয়। এদিন বিধায়ক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বক্তব্য রাখতে গিয়ে জানান যাদের মধ্যে নানা ধরনের সমস্যা রয়েছে যেমন কেউ রক্ত দেখলে অসুবিধা হয় এই টীকাকরনের পর তাদের কোন সমস্যা হয় কিনা সে বিষয়ে পরীক্ষা করার জন্য আজকের এই মহড়া বলে জানান তিনি। পাশাপাশি তিনি বলেন রাজ্যে পর্যাপ্ত পরিমাণে টীকা রয়েছে সরকার অনুমতি দিলে এই মুহুর্তেই সকলকে এই টীকা দেওয়া যাবে বলে জানান কিন্তু এর আগে কারোর কোন সমস্যা হয় কিনা সেটা ক্ষতিয়ে দেখার জন্য এই কর্মসূচী বলে জানান তিনি। শনিবারের এই ড্রাই রানের জন্য তিনটি সেশন সাইটে ৬ জন করে মোট তিনটি গড়া হয়েছে। এছাড়াও ভ্যাক্সিনেশন অফিসার হিসেবে শিক্ষা দপ্তর সমাজ কল্যাণ দপ্তর ও সমাজ শিক্ষা দপ্তর এবং স্বরাষ্ট্র দপ্তর থেকে একজন করে প্রতিনিধি থাকবেন বলে জানা যায়।
রাজ্য
রাজ্যবাসীর বহুদিনের প্রতীক্ষার অবসান ঘটল, রাজ্যে এল করোনা প্রতিষেধক চলছে মহড়া
- by janatar kalam
- 2021-01-02
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this