জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- সুস্থ শরীর ও মনের জন্য প্রয়োজন যোগ ব্যায়াম। করোনা পরিস্থিতিতে চলা লক ডাউনের জন্য দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর অবশেষে শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকতে শুরু হলো শিশুদের যোগা ক্লাস। এমনই চিত্র দেখা গেলো উদয়পুর সুইমিং হল প্রাঙ্গনে চলা যোগা ক্লাসে। এই যোগা ক্লাসে শিশুদের উপস্থিতি বেশ লক্ষ্যণীয়। এই যোগা ক্লাসে শিশুদের প্রশিক্ষণ দেন প্রশিক্ষক গনেশ নাহা। পাশাপাশি উদয়পুর স্পোর্টিং ক্লাবেও কুস্তি, ব্যাডমিন্টন প্রতিযোগিতার মাধ্যমে শিশুদেরকে শারীরিক ও মানষিক দিক দিয়ে ফিট রাখতে প্রতিদিন অনুশীলন করানো হয়। এখানে প্রশিক্ষণ দেন বিশিষ্ট ক্রীড়াবিদ কমল সাহা। এক কথায় এই সকল ক্লাস শুরু হওয়াই বর্তমানে খুবই খুশি শিশুরা।
রাজ্য
অবশেষে শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকতে শুরু হলো শিশুদের যোগা ক্লাস
- by janatar kalam
- 2020-12-12
- 0 Comments
- Less than a minute
- 4 years ago

Leave feedback about this