জনতার কলম, ত্রিপুরা, আগরতলা,প্রতিনিধি :- কল্যাণপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে গণহত্যার ২৪ তম বর্ষে শহীদ স্মরণ ও শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর নৃশংস রাত নেমে এসেছিল কল্যাণপুরে। যে রাতের কথা ভাবলে আজও সারা ত্রিপুরার মানুষ শিউরে ওঠেন। শিশু থেকে বৃদ্ধ—কাউকে বাদ দেওয়া হয়নি। ২৪ জনকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছিল। লালসার জন্য ভয়াবহ দিন নামিয়ে আনা হয়েছিল ত্রিপুরায়। কিন্তু এখন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির বিচার ধারার সরকার চলছে। উনয়নের ধারা চলছে ত্রিপুরাজুড়ে। একদিকে যেমন এসইজেড, লজিস্টিক হাব হচ্ছে অন্যদিকে মনরেগায় কাজ পাচ্ছেন গরিব মানুষ। কর্মদিবস বেড়ে ৫৪তে পৌঁছে গেছে। আর উগ্রবাদীদের একটা অংশ চাইছে আবার সেই অরাজকতা ফিরিয়ে আনতে। যারা তিনজনকে অপহরণ করেছে তাদের বিরুদ্ধে খুঁজে বের করে ব্যবস্থা নেব। উগ্রবাদীদের সঙ্গে কোনও আপস সরকার করবে না। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির সরকার যেমন পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করতে জানে, এই সরকারও তেমন সার্জিক্যাল স্ট্রাইক করতে জানে। উগ্রবাদীদের রাজনীতি ত্রিপুরায় চলবে না। শুধু উন্নয়নের রাজনীতি চলবে।
রাজ্য
উগ্রবাদীদের রাজনীতি চলবে না উন্নয়নের রাজনীতি চলবে – মুখ্যমন্ত্রী
- by janatar kalam
- 2020-12-12
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this