2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুইটি বসতঘর,পাশে দাঁড়ালেন গোমতী জেলা বিজেপি সভাপতি অভিষেক দেব

জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত একটি পরিবার।হদ্রা গুলমুরা এলাকায় শুক্রবার গভীর রাতে এই ঘটনা সংঘটিত হয় ।ঘটনার বিবরণে জানা যায়, হদ্রা গুলমুরা এলাকার বাসিন্দা সুলতান মিয়ার বাড়িতে গত শুক্রবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।মুহূর্তের মধ্যেই ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই দুইটি বসতঘর সহ ঘরে থাকা সকল আসবাবপত্র, স্বর্ণালঙ্কার এবং নগদ এক লক্ষ টাকা।পরবর্তী সময়ে কোনক্রমে প্রাণ রক্ষা করে সকলে ঘর থেকে বের হয়ে চিৎকার চেচামেচি শুরু করলে এলাকাবাসী ছুটে এসে আগুন আয়ত্তে আনে।কিন্তু কোথায় থেকে আগুনের সূত্রপাত তা জানা যায়নি।এলাকাবাসীদের অভিযোগ, কাকড়াবন অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের খবর দিলেও তারা সঠিক সময়ে ঘটনাস্থলে পৌঁছয়নি। অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত হওয়া পরিবারের লোকজনের পাশে গিয়ে দাঁড়ালেন,ক্ষতিগ্রস্থ বাড়িটি পরিদশন করেন গোমতী জেলার বিজেপি সভাপতি অভিষেক দেব রায় সহ স্থানীয় পঞ্চয়েত প্রধান। ক্ষতি গ্রস্থ পরিবারকে বিজেপির দলের পক্ষ থেকে ৩০ হাজার টাকা দেওয়া হবে জানান বিজেপি দলের জেলা সভাপতি, পাশাপাশি সরকারি সাহায্য পাওয়ার জন্য চেষ্টা করবেন বলে জানান তিনি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service