2024-12-17
agartala,tripura
রাজ্য

রাধাকিশোরপুর মহিলা মোর্চার কার্য্যকারিনী বৈঠক অনুষ্ঠিত হয় আজ

জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- বিজেপি রাধাকিশোরপুর মন্ডলের মহিলা মোর্চার কার্য্যকারিনী বৈঠক রবিবার অনুষ্ঠিত হয় উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে। প্রদীপ প্রজ্জ্বলন করে এই কার্য্যকারিনী বৈঠকের উদ্ভোধন করেন কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। এছাড়া এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার গোমতী জেলা সভানেত্রী শুক্লা মজুমদার, বিজেপি গোমতী জেলা সহ সভানেত্রী সবিতা নাগ, মহিলা মোর্চার রাধাকিশোরপুর মন্ডলের সভানেত্রী ভ্রমর সোম, বিজেপি রাধাকিশোরপুর মন্ডল সভাপতি প্রবীর দাস সহ জেলা ও রাধাকিশোরপুর মন্ডলের বিভিন্ন নেতৃত্বরা। এরপর কার্য্যকারিনী বৈঠকে স্বাগত ভাষণ রাখেন রাধাকিশোরপুর মন্ডলের মহিলা মোর্চার সভানেত্রী ভ্রমর সোম। এরপর এই কার্য্যকারিনী বৈঠকের উদ্ভোধক তথা প্রধান বক্তার ভাষন রাখেন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service