2024-12-19
agartala,tripura
রাজ্য

অবশেষে নাবালিকা ধর্ষণ কান্ডে গ্রেপ্তার অভিযুক্ত এরশাদ

জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- শনিবার গভীর রাতে সোনামুড়া ও আর কে পুর মহিলা থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে সোনামুড়ার দুর্লভ নারায়ণ পুরের এলাকা থেকে এরশাদ মিয়াকে আটক করে l আজ ধৃত এরশাদ কে আদালতে সোপার্দ করা হবে l তাকে আটক করার দাবিতে গত শুক্রবার উদয়পুরে জাতীয় সড়ক অবরোধ করেছিল হিন্দু সমাজ l উল্লেখ, প্রাইভেট পড়তে এসে অপহরণ হলো পনের বছরের এক স্কুল পড়ুয়া l শুধু তাই নয় তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ l অসুস্থ নাবালিকা এখন হাসপাতালে চিকিৎসাধীন l ঘটনা উদয়পুর রাধাকিশোরপুর থানা এলাকায় l চন্দ্রপুর কলোনির বাসিন্দা এক নাবালিকা উদয়পুর শহরে প্রাইভেট পড়তে আসে গত 23 অক্টোবর l তার বাবা তাকে প্রাইভেট শিক্ষকের বাড়িতে দিয়ে যায় l এর পর মেলাঘরের বাসিন্দা এরশাদ নামে এক যুবক তাকে ফুসলিয়ে একটি মারুতি দিয়ে তাকে তুলে নিয়ে যায় l প্রথমে ছেসড়ি মাইল এলাকায় একটি বাড়িতে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ l এর পর তাকে বিশ্রামগঞ্জের তকছা পাড়া এর একটি বাড়িতে উদ্ধার করে পুলিশ l নাবালিকার বাবা উদয়পুর মহিলা থানায় মামলা করে l পরবর্তীতে শনিবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service