জনতার কলম,ত্রিপুরা,তেলিয়ামুড়া প্রতিনিধি :- রাজ্যে অস্বাভাবিক মৃত্যুর ঘটনার যেন কোন কমতি নেই । বলতে গেলে প্রায় প্রতিদিনই রাজ্যের কোথাও না কোথাও অঞ্জাত অপরিচিত ব্যক্তির লাশ উদ্ধার হচ্ছেই । এইবার পঞ্চাশোর্ধ এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর এলাকার জাতীয় সড়কের পাশে । ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী । এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে আছে তেলিয়ামুড়ার মহারানীপুরের গোটা এলাকায় । তবে এই মৃতদেহটি আদৌও কী হত্যা না কি আত্মহত্যা না কি দুর্ঘটনার কবলে পড়েই মৃত্যু হয়েছে – সে নিয়েই কিন্তু বর্তমানে চলছে পুলিশের জোরকদমে তদন্ত । তবে এইদিকে পুলিশের প্রাথমিক ধারণা রাতের আঁধারে গাড়ির ধাক্কা খেয়ে মৃত্যু হয়েছে ওই অঞ্জাত অপরিচিত ব্যক্তির । ঘটনার বিবরণে জানা যায়, স্বর্গীয় লালমোহন দাসের ছেলে সুজিত দাস গত কিছুদিন আগে নিজ বাড়ী কুমারঘাট থেকে তেলিয়ামুড়া থানাধীন “DM” কলোনি এলাকায় নিজ আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসে । গত শনিবার দিন রাত্রিতে আত্মীয়ের বাড়িতে সে আর ফিরে যায় নি । কিন্তু অতঃপর আজ সকাল বেলা আনুমানিক ১১ টা নাগাদ মহারানীপুরের স্থানীয় লোকজন জাতীয় সড়কের পাশে একটি মৃতদেহটি পড়ে থাকতে দেখে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গেই তেলিয়ামুড়া পুলিশে খবর দেয় । খবরের সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশবাহিনী । ঘটনাস্থলে ছুটে আসেন খোয়াই জেলার ট্রাফিক পুলিশের “DSP” সোনা চরণ জমাতিয়া । এরপর আবার কিছুক্ষণের মধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) বি.জগদীশ্বর. রেড্ডি । পরবর্তী সময়ে এই উদ্ধারকৃত মৃত ব্যক্তির আত্মীয়ের বাড়িতে খবর গেলে কান্নার গোচরে দৌড়ে ছুটে আসেন আত্মীয়-পরিজনরা সকলেই ঘটনাস্থলে । এবং শনাক্ত করে দেহটিকে । এইদিকে তেলিয়ামুড়ার মহারানীপুরে উদ্ধারকৃত এই মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় তেলিয়ামুড়ার মহকুমা হাসপাতালে । তবে ময়না তদন্তের পরেই এই মৃতদেহটি তাঁর নিকট আত্মীয়া পরিবারের লোক জনদের হাতে তুলে দেওয়া হবে বলে হাসপাতাল সূত্রে জানা যায় । এই ব্যাপারে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) বি.জগদীশ্বর. রেড্ডি আমাদের সংবাদ প্রতিনিধির মুখোমুখি হয়ে জানান
যদিও এই মৃতদেহটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে । আনুমানিক গতকাল রাত ১২ টা দিকে গাড়ি দুর্ঘটনার ফলে মৃত্যু হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন । তবে তেলিয়ামুড়া থানার পুলিশ একটি দুর্ঘটনার মামলা নিয়ে তদন্ত করে দেখছেন ও এগুচ্ছেন । উনার মৃত্যুর খবর কুমারঘাট এলাকায় পৌছতেই উনারাও এখন তেলিয়ামুড়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন । এই মৃত্যুর ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।।
রাজ্য
এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার তেলিয়ামুড়া থানাধীন মহারানীপুর এলাকায়
- by janatar kalam
- 2020-11-29
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this