2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

শাসকদলের সাতজন বিধায়কদের যোগাযোগ চলেছে কংগ্রেস দলের সাথে,হতে পারে যোগদান : পীযুষ

জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি:- একদিনের সফরে উদয়পুর জেলা কংগ্রেস ভবনে আসেন এিপুরা প্রদেশ কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। প্রয়াত আসাম রাজ্যের কংগ্রেস এর প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈই ও সাংসদ আহমেদ পেটেল মৃত্যুতে শোকসভা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। এদিনের শোকসভায় উপস্থিত ছিলেন গোমতী জেলা কংগ্রেস সভাপতি সৌমিএ বিশ্বাস, রাজ্যে প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি বাপ্পী ভৌমিক, কংগ্রেস নেতা মিলন কর সহ আরো অনেকে। পরে দুপুর দেড়টায় সাংবাদিক সম্মেলন করেন প্রদেশ সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস বলেন এিপুরায় বতমান শাসক দল যে কোন মুহুর্তে ভেঙে যেতে পারে,এবং শাসক দলের সাতজন বিধায়ক এিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতির সাথে যোগাযোগ রাখছেন বলে তিনি দাবি করেন। সাংবাদিক সম্মেলনে এই বিস্ফোরক মন্তব্যের পর গোটা রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন শুরু হয়ে যায়। শাসকদলের কোন সাতজন বিধায়ক যোগাযোগ রেখে চলেছে কংগ্রেস দলের সাথে। সেই বিষয়ে কোন বিধায়কের নাম বলেননি এিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি। ধোয়াশা জিয়ে রাখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service