2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা পশ্চিম ভুবনবন এলাকায় পুড়ে ছাই একটি রেশন ও সেলুন

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- বড়সড় অগ্নিকান্ডের ঘটনায় পশ্চিম ভুবন বন এলাকার 170 নম্বর রেশন শপ যার মালিক নমিতা চৌধুরী ও তার পাশের একটি সেলুন যার মালিক বিজয় সরকার এর দোকান পুড়ে ছাই হল ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইঞ্জিন গেলে সবকিছু রক্ষা করতে পারেনি কিন্তু আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। সোমবার ভোর চারটে নাগাদ এই ঘটনা ঘটে রেশন শপের সমস্ত জিনিসপত্র তার সাথে সাথে সেলুনের সব জিনিস পুড়ে ছাই হয়ে গেল। ভোর সকালে 4 টা নাগাদ এই ঘটনা ঘটে কতিপয় দুষ্কৃতীরা রেশন শপে আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন নমিতা চৌধুরীর ছেলে। দুষ্কৃতীরা যে সময় রেশন শপে আগুন লাগিয়ে ছিল সে সময় রাস্তার স্ট্রিটলাইট বন্ধ রেখে তারপর আগুন লাগিয়ে দেয় আগুনের তীব্রতা এত ভয়াবহ ছিল ফায়ার সার্ভিস এর ইঞ্জিন ঘটনাস্থলে যেতে যেতে রেশন শপের চাল ডাল ছোলা বুটও টাকা পুড়ে যাই বলে জানান নমিতা চৌধুরী ছেলে। ভোর সকালে হঠাৎ করে আগুন দেখতে পেয়ে নমিতা চৌধুরী ছেলেসহ এলাকাবাসীরা ফায়ার সার্ভিসের ইঞ্জিন কে খবর দেওয়া হয় ঘটনাস্থলে শ্যামলী বাজারের ফায়ার সার্ভিসের ইঞ্জিন গিয়ে আগুন নেভাতে কাজে লেগে পড়েন কিন্তু তার আগেই সর্বোচ্চ পুড়ে ছাই হয়ে যায় রেশন শপের সামগ্রী সহ সেলুনের সমস্ত জিনিস এই ব্যাপারে সেলুনের মালিক বিজয় সরকার খবর পেলে সাথে সাথে ছুটে এসে দেখতে পায় তার সেলুনের সর্বোচ্চ জিনিসপত্র পুড়ে গিয়েছে। কতিপয় দুষ্কৃতীরা এই আগুন লাগিয়েছে যার কারণে ট্রানস্ফের প্রচুর টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে আগের শত্রুতা কে কেন্দ্র করে এই ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service