জনতার কলম, ত্রিপুরা আগরতলা, প্রতিনিধি:- সিমনা বিধানসভার মেঘলিবন্দ ভিলেজ এড়িয়ার দলদলি সারের স্টোর সংলগ্ন পরিত্যাক্ত ঘর থেকে প্রদুপ সাওতাল নামে এক যুবকের পচা গলা মৃতদেহ উদ্ধার,সে মেঘলিবন্দ ভিলেজ এড়িয়ারই বাসিন্দা, সোমবারদিন দুপুরে স্থানীয় কিছু লোকেদের নজরে আসে দেহটি মৃতদেহ লোকজনরা চিনতে পেরে প্রদুপের বাড়িতে খবর দিলে ছুটে আসে তার পরিবারের সদস্যরা,জানা যায় প্রদুপ পরসু তথা শনিবারদিন সকালে বাড়ি থেকে বের হলে আর ফিরেনি অবশেষে আজ উদ্ধার হল তার মৃতদেহ, তবে মৃত্যুর কারণ নিয়ে তেমন কিছু জানা যায়নি সুন্দরটিলা ফাড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত সেরে দেহ নিয়ে চলে আসে মোহনপুর হাসপাতালের মর্গে ,
রাজ্য
নিখোঁজ যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার নিজ এলাকা থেকেই
- by janatar kalam
- 2020-11-09
- 0 Comments
- Less than a minute
- 5 years ago

Leave feedback about this