জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- অফলাইনে ছাত্র-ছাত্রীদের পরীক্ষা দিতে অনিচ্ছুক। তাই অনলাইনের পরীক্ষার দাবি তুলে সোমবার রাজ্যের ৬ টি কলেজের ছাত্র-ছাত্রীরা শিক্ষা ভবন ঘেরাও করে। এবং পরবর্তী সময়ে একটি প্রতিনিধি দল শিক্ষা অধিকর্তা ইউ কে চাকমার সাথে সাক্ষাৎ করে জানায় আগামী ১৩ নভেম্বর এবং ১৬ নভেম্বর থেকে ডি এল এড -এর দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের ছাত্র-ছাত্রীদের পরীক্ষা ঘোষণা দিনক্ষণ ঘোষণার দেওয়া হয়েছে। এতে করে ছাত্র-ছাত্রীরা সংক্রমণের ঝুঁকিতে ভুগছে। তাই অনলাইনে পরীক্ষা সংগঠিত করতে গত ২৯ অক্টোবর দাবি তোলে যুগ্ম অধিকর্তার সাথে দেখা করেছে। সে মোতাবেক সোমবার অধিকর্তার সাথে দেখা করার কথা জানানো হয়। সোমবার অধিকর্তার সাথে দেখা করে দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের সমস্ত ছাত্র-ছাত্রীরা। ছাত্র-ছাত্রীদের আশ্বাস দেওয়া হয়েছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে জানানো হবে বলে জানান ছাত্রছাত্রীরা।
রাজ্য
অনলাইনে পরিক্ষা ব্যবস্থা করার দাবীতে শিক্ষা ভবনে ডি- লেড এর ছাত্রছাত্রীরা
- by janatar kalam
- 2020-11-02
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this