জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- বুধবার হার্ট অফ হিউম্যানিটি উদ্যোগে রাধানগর এলাকায় রিক্সা শ্রমিকদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস ও পূরবোদয়া সামাজিক সংস্থার সাধারণ সম্পাদিকা নিতি দেব। তিনি এদিন আসন্ন শারদ উৎসবে শুভেচ্ছা জানান রাজ্যবাসীকে। শারদ উৎসবে জনগণ মুখে মাক্স লাগিয়ে পুজো দেখতে যান এবং অন্যান্যদেরকে করোনা ভাইরাস সংক্রমণ রোগ সম্পর্কে সচেতন করার জন্য তিনি আহ্বান জানান। তার সাথে সাথে তিনি আরও জানান যে সমস্ত রিস্কা চালক ভাইরা খুব কষ্ট করে লকডাউনের সময়ে জীবন-জীবিকা নির্বাহ করেছেন তার জন্য তাদেরকে ধন্যবাদ জানান তিনি আরো বলেন রিস্কা চালক ভাইরা লোকদেরকে সঠিক ঠিকানা নিয়ে পৌঁছান তাদের যে দায়িত্বটা সেই দায়িত্ব ভালোভাবে পালন করছেন বলে উনার বক্তব্য তুলে ধরেন। এদিন আগরতলার রাধানগর এলাকায় হার্ট অফ হিউম্যানিটি পূর্বদয় সামাজিক সংস্থা পক্ষ থেকে 100 জন রিকশাচালক দের হাতে ট্রান সমগ্রি তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।
রাজ্য
পুর্বোদয়া সামাজিক সংস্থার হার্ট অফ হিমিউনিটির উদ্দ্যোগে রিক্সা শ্রমিকদের মধ্যে ত্রান বিতরণ
- by janatar kalam
- 2020-10-21
- 0 Comments
- Less than a minute
- 5 years ago

Leave feedback about this