জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- গতকাল ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় আমবাসায়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ রেবতী মোহন ত্রিপুরাসহ 9 জন জনজাতি মোর্চার বিধায়করা। বিশেষ করে এডিসি এলাকায় উন্নয়ন কিভাবে সম্ভব তা নিয়ে কার্যকরেনি সভায় আলোচনা করা হয়। এডিসি নির্বাচনকে সামনে রেখে বিজেপি সরকার বিশেষভাবে এডিসি কে কিভাবে নিজেদের ক্ষমতায় নিয়ে আসা যায় তৎসঙ্গে জনজাতি দের আরো কিভাবে উন্নতি করা যায় সে বিষয়ে রাজ্যের বর্তমান সরকার ও কেন্দ্রীয় সরকার নজর রেখে চলছেন বলে জানান পূর্ব ত্রিপুরা সাংসদ রেবতী মোহন ত্রিপুরা। সোমবার আগরতলার কৃষ্ণনগর স্থিত বিজেপি দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সাংসদ রেবতী মোহন ত্রিপুরা জনজাতি মোর্চার সাধারণ সম্পাদক বিদ্যুৎ দেববর্মা সহ অন্যান্যরা। রাজ্যের বর্তমান সরকার এর এডিসি কে আরো কিভাবে উন্নয়ন করা যায় সে বিষয়ে সাংসদ রেবতী মোহন ত্রিপুরা দিল্লিতে গিয়ে কথা বলে এসেছেন, বর্তমান সরকারের আমলে এডিসি এলাকার জনজাতির ভালোভাবে বসবাস করছে তাদেরকে আরো কিভাবে সরকারের পক্ষ থেকে সাহায্য করা যায় সে বিষয়ে রাজ্য সরকার দেখছেন। রাজ্য সরকারের স্ট্যান্ডিং কমিটির দুটি বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকার ইতিবাচক ভূমিকা গ্রহণ করেছেন তা বলার অপেক্ষা রাখে না তার মধ্যে আরো অনেকগুলো কর্মসূচি রয়ে গেছে সেগুলো হলো ফেন্সিং সম্পন্ন করা ষষ্ঠ তপশিলী জাতি নিয়ে আলোচনা করা। বিগত বাম সরকারের আমলে এ ডি সি কে সরাসরি আর্থিক রাশি প্রদান করা হত না কিন্তু বর্তমান সরকারের আমলে কেন্দ্রীয় সরকার এডিসিকে সরাসরি আর্থিক রাশি প্রদান করেছে বলে জানান সাংসদ রেবতী মোহন ত্রিপুরা। তাছাড়া বিগত বাম সরকারের আমলে এডিসি উন্নয়নের নামে বাম সরকার খালি ঢাক ঢোল পিটিয়ে গেছেন উন্নয়নের নামে কোন কাজেই করেননি যার কারণে বর্তমানে জনজাতির অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছেন এখন বর্তমান সরকার সেই সব লোকদের কে বঞ্চনার নিরিখে দেখবেন না তৎসঙ্গে তাদেরকে এডিসি এলাকায় কিভাবে পুরো কাউন্সিল রূপে তৈরি করা যায় সেই দিক দিয়ে বিশেষভাবে রাজ্য সরকার দৃষ্টি রেখে চলছেন বলে জানান তিনি। পাশাপাশি বর্তমান সরকার আসার পর এডি সি এলাকায় উন্নয়নের কাজ খুব ভালোভাবেই চলছে, বিগত বাম আমলে সেরকমভাবে কাজ হয়নি বলে জানান পূর্ব ত্রিপুরার সাংসদ রেবতী মোহন ত্রিপুরা। তিনি আরো জানান এ ডিসিতে বিজেপি আইপিএফটি একসাথে নির্বাচনে লড়বে কিনা তা নিয়ে তিনি কোন মন্তব্য করেননি বলেন যা কিছু করবে কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু উনার কথায় বোঝা গেল এডিসি নির্বাচনে বিজেপি একা লড়াই করার মতই প্রস্তুতি নিচ্ছেন এরকম হয় বুঝা গেল উনার বক্তব্যে।
রাজ্য
জনজাতি দের আরো কিভাবে উন্নতি করা যায় সে বিষয়ে রাজ্যের বর্তমান সরকার ও কেন্দ্রীয় সরকার নজর রেখে চলছেন- রেবতী মোহন ত্রিপুরা
- by janatar kalam
- 2020-10-19
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this