জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- রাজ্যের ট্রাফিক ব্যবস্থা কে উন্নত থেকে উন্নততর করার উদ্দেশ্যে ইন্টারসেপ্টর নামক দুটো গাড়ি আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী এই দিনের কর্মসূচি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান ট্রাফিক ব্যবস্থা সঠিকভাবে চলছে কিনা সে বিষয়ে লক্ষ্য রাখার জন্য রাজ্যে রয়েছে কমান্ড কন্ট্রোল রুম এর পাশাপাশি এই ব্যবস্থাকে আরও উন্নত করে মডার্ন ট্রাফিক ব্যবস্থা চালু করার পরিকল্পনা নিয়ে এই গাড়িগুলোর অনুদান বলে জানান তিনি। বর্তমানে রাজ্য দুটো গাড়ি আনা হয়েছে প্রয়োজনে আগামী দিনে এ ধরনের ইন্টারসেপ্টর গাড়ি আরও আনা হবে বলেও জানান তিনি। এদিন মুখ্যমন্ত্রী রাজ্যে অপরাধের সংখ্যা কমে গেছে বলেও দাবি করেন এবং রাজ্যের অপরাধ দমন করতে রাজ্য সরকারের এই নব উদ্যোগ কতটুকু কার্যকরী হয় সেটাই এখন দেখার।
রাজ্য
রাজ্যের ট্রাফিক ব্যবস্থাকে উন্নত করার লক্ষে ইন্টারসেপ্টর ভ্যাহিকেলের যাত্রা শুরু হল রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে
- by janatar kalam
- 2020-10-19
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this