2024-12-18
agartala,tripura
রাজ্য

জার্নালিস্ট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের ১১জনের এক্সিকিউটিভ কমিটি গঠন হল মঙ্গলবার

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- পেশাগত দায়িত্বের পাশাপাশি যেসব সাংবাদিকরা খেলেন তাদের নিয়ে এক সংগঠন গড়ে উঠে নাম *’জার্নালিস্টস্ প্লেয়ার্স অ্যাসোসিয়েশন’*। এই সংগঠনের সাংগঠনিক ক্রিয়া-কলাপ পরিচালনার জন্য আজ আগরতলা প্রেসক্লাবের কনফারেন্স হলে আয়োজিত এক বিশেষ সাধারণ সভায় ১১ সদস্য বিশিষ্ট এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়েছে। উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে, প্রত্যেকের থেকে পেশ করা প্রস্তাব অনুযায়ী কমিটিতে সভাপতি সুপ্রভাত দেবনাথ, সহ-সভাপতি শান্তনু বনিক ও কিরিটি দত্ত, সম্পাদক অভিষেক দে, সহ-সম্পাদক অনির্বাণ দেব ও কৌশিক সমাজপতি, কোষাধ্যক্ষ মেঘধন দেব, কার্যকরী সদস্য প্রসেনজিৎ সাহা, বিশ্বজিৎ দেবনাথ, জাকির হোসেন ও দিব্যেন্দু দে নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছরের জন্য এই কমিটি, সংস্থার সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে যাবেন বলে আজ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভার শুরুতে যুগ্ম-আহ্বায়ক সুপ্রভাত দেবনাথ ও অভিষেক দে এই সংগঠন গড়ার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এই সংগঠনের গড়া খেলোয়ারের টিম, বিগত সময়ের মতো আগরতলা প্রেসক্লাব, বিভিন্ন মিডিয়া হাউজ এবং সংগঠনের আহ্বানে ও আয়োজনে বিনোদনমূলক খেলায় সব সময় মাঠে নামতে বদ্ধপরিকর।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service