জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :-মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সোমবার মন্দির নগরী উদয়পুর সফর করেন l তিনি উদয়পুরে বেশ কয়েকটি প্রকপ্লের উদ্ভোদন করেন l মুখ্যমন্ত্রীর আদর্শ গ্রাম অভিযান জামজুড়ি আদর্শ গ্রাম প্রকল্প উদ্বোধন করেন l মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে এই প্রকল্পের সূচনা হয় l এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ , পরিবহন ও পর্যটন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় , দুই বিধায়ক বিপ্লব কুমার ঘোষ ও রামপদ জমাতিয়া ।ত্রিপুরা গ্রামীণ ব্যাংককে আরও বেশি মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য, উদয়পুরের জামজুড়িতে উদ্বোধন হলো এটিএম কাউন্টারের। মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবের হাত ধরে এই এটিএম কাউন্টারটি মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।
গ্রামীণ এলাকার উন্নয়নে সরকারের দায়বদ্ধতার আরও একটি বহিঃপ্রকাশ এই পরিষেবা। ৩৩কাকড়াবন শালগড়া লাভাথী সম্মেলনেরও উদ্ভোদন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব l সরকারের জনকল্যাণমুখী কাজে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে,ফলস্রুতিতে কাকড়াবনে লাভার্থী সন্মেলনে মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ১৩৩ পরিবারের ৪৫৯ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি যাবতীয় সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে আমাদের সরকার। এরই অংশ হিসেবে উদয়পুরের জামজুড়িকে ‘মুখ্যমন্ত্রী আদর্শ গ্রাম অভিযান’ প্রকল্পে অন্তর্ভুক্ত করার কর্মসূচীতে গ্রামীণ এলাকার আর্থিক স্থিতিকে আরও গতিশীল করার লক্ষ্যে, এই অভিযান সফল হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
রাজ্য
মন্দির নগরী উদয়পুরে আদর্শ গ্রাম প্রকল্পের উদ্বোধন করেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব
- by janatar kalam
- 2020-10-12
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this