জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ-রাজধানীতে ছিনতাই কাজের সাথে যুক্ত তিনজনকে আটক করল এয়ারপোর্ট থানার পুলিশ। জানা যায় গত 27 এ সেপ্টেম্বর এয়ারপোর্ট থানাধীন লক্ষী ডাঙ্গা চা পাতা বাগান এলাকা থেকে একটি মোবাইল ফোনসহ একটি মহিলার হার ছিনতাই করা হয়, পরে তারপর অপহরণ করার চেষ্টা করা হয় মহিলাটিকে বলে জানা যায় । তারপর 4 থেকে 5 জন লোক এই ছিনতায়ের এর কাজে নিযুক্ত ছিলেন বলে খবর। তাদের বিশাল বড় এক টিম সেখানটায় কাজ করে বলে পুলিশের ধারণা। বর্তমানে এই মুহূর্তে রাজ্যে আসছে শারদীয় দূর্গোৎসবের আসর এরমধ্যে মহামারী পরিস্থিতির কারণে রুজি-রোজগার বন্ধ শ্রমিকদের তাছাড়া পাল্লা দিয়ে এই পরিস্থিতিতে বাড়ছে চুরের তাণ্ডব এমত অবস্থায় পুলিশের নীরব ভূমিকায় সক্রিয় হয়ে উঠেছে ছিনতাই বাজরা। খবর পেয়ে তিনজনের মধ্যে ছিন্তায়বাজের সাথে জড়িত 3 জনকে আটক করে এয়ারপোর্ট থানার পুলিশ আটক হওয়া ছিনতাইবাজরা হল মুন্না বিশ্বাস, সুমন মুন্ডা, সোনিয়া মুন্ডা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে থানার ইন্সপেক্টর শশীমোহন দেব্বর্মাকে জিজ্ঞাসা করা হলে উনি জবাব দিতে নারাজ। পুলিশ তাদেরকে আটক করে আদালতে প্রেরণ করেন আজ।
রাজ্য
রাজধানীতে আটক তিন ছিনতাইবাজ
- by janatar kalam
- 2020-10-08
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this