2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আরও কিভাবে উন্নততর করা সে বিষয়ে পর্ষদের কর্মকর্তাদের সাথে বৈঠকে মিলিত হন শিক্ষামন্ত্রী

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- শিক্ষাকে কিভাবে আরো আধুনিকরণ করা যায় সে বিষয়ে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এর উপস্থিতিতে এক বৈঠকের আয়োজন করা হয় এজন্য বৈঠকে মহামারী করোনা ভাইরাসের পরিস্থিতির কারণে ছাত্রছাত্রীরা যে ভাবে পিছিয়ে পড়েছে তাদেরকে আগামী দিনে কিভাবে এগিয়ে নিয়ে আসা যায় সে বিষয়ে আলোচনা হয়। তাছাড়া এদিন শিক্ষামন্ত্রী আরো জানান যেদিন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের ছাত্র-ছাত্রীদের কথা চিন্তা করে কমিটি গঠন করা হয়েছিল সেদিন থেকেই রাজ্য শিক্ষা ব্যবস্থা ডিজিটাল ডিজিটাল এর দিকে এগিয়ে যাচ্ছিল সেটাকে আরও কিভাবে উন্নত করা যায় সে বিষয়ে আজকের এই বৈঠক বলে জানান তিনি। এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ভবতোষ সাহাসহ পরিষদের অন্যান্য কর্মকর্তা এবং বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকারা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service