জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- রবিবার উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয়েছে বিজেপি সংখ্যা লঘু মোর্চার গোমতী জেলা কমিটির কার্যকারিনী বৈঠক। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, বিজেপি গোমতী জেলা সভাপতি অভিষেক দেবরায়, বিজেপি প্রদেশ সম্পাদক তথা গোমতী জেলা প্রভারী রতন ঘোষ, সংখ্যা লঘু মোর্চার গোমতী জেলা সভাপতি রফিক মিয়া প্রমুখ। এদিন বৈঠক শুরুর আগে প্রথমে প্রদীপ প্রজ্জ্বলন করে এই বৈঠকের উদ্ভোধন করা হয় এরপর ভারত মাতা, দীনদয়াল উপাধ্যায় এবং শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতি তে পুস্পার্ঘ অর্পন করে শ্রদ্ধাঞ্জলি জানান সকল নেতৃত্বরা। মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন ২০১৪ সালে বিজেপি সরকার লোকসভায় ক্ষমতা দখল করার পর থেকে সংখ্যালঘুদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এনেছে মোদি সরকার। ২০১৮ সালে এিপুরায় বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার পর থেকে সংখ্যালঘুদের জন্য উন্নয়নের গতিতে বয়ে নিয়ে বরাবর চেষ্টা করছে জোট সরকার।
রাজ্য
সংখ্যালঘুদের উন্নয়ন নিয়ে বরাবর চেষ্টা করছে জোট সরকার : প্রনজিৎ
- by janatar kalam
- 2020-10-04
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this