2024-12-20
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

পূজোয় সরকারী নানা গাইডলাইন নিয়ে ক্লাব কর্তৃপক্ষদের নিয়ে বৈঠকে সদর মহকুমা শাসক

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- শারদীয় উৎসব কে কেন্দ্র করে মানুষের মধ্যে উৎসাহ লক্ষ করা গেলেও এবছর দুর্গাপূজায় করোনা পরিস্থিতির জন্য বেশ কিছু বিষয়ে রাজ্য সরকার ও প্রশাসনের পক্ষ থেকে গাইডলাইন জারি করা হয়েছে। বৃহস্পতিবার আগরতলা অফিস লেন এলাকার সদর মহকুমা শাসকের কার্যালয়ে মহকুমা শাসক অসীম সাহা পূর্ব থানা ও পশ্চিম থানা অন্তর্গত যে সকল ক্লাব রয়েছে তাদেরকে নিয়ে সরকারি যে গাইডলাইন গুলি রয়েছে তা নিয়ে আলোচনা বৈঠক করা হয়। এই দিনের বৈঠকে সদর মহকুমা শাসক অসীম সাহা জানান এবার পুজোয় পূজার প্যান্ডেল যেন মুক্ত অবস্থায় থাকে ইন এবং আউট ব্যবস্থা যেন প্রত্যাহার করে তাছাড়া একেই প্যান্ডেলের যেন কুড়ি থেকে ত্রিশ জনের বেশি যেন জমায়েত না হয় সেদিকে লক্ষ্য রাখা এবং প্যান্ডেলের ঢোকার আগে স্বাস্থ্য বিধি অনুসারে থার্মাল পেস্ট স্যানিটেশনের ব্যবস্থা রাখার কথা তুলে ধরেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service