জনতার কলম ত্রিপুরা, আগরতলা প্রতিনিধি :- বিরোধী দলনেতা মানিক সরকারের নেতৃত্বে বিধানসভার সামনে বাম বিধায়কদের বিক্ষোভ প্রদর্শন করা হলো। মানিক সরকার জানায় বর্তমান সরকার একদিকে বলছে করোনার কারণে মিটিং মিছিল বা কোন রকম জমায়েত করা যাবেনা কিন্তু মুখ্যমন্ত্রী নিজেই বিভিন্ন প্রোগ্র্যাম এ যাচ্ছেন এবং অন্যান্য বেক্তিত্বরাও ওনার সাথে ঘুরে বেড়াচ্ছেন। তিনি আরো জানান রাত্রিকালীন কারফিউ এর সুযোগ নিয়ে শাসক দলের দুর্বৃত্তরা বিরোধী দলের রাজনৈতিক কর্মীদের বাছাই করে বাড়ি ঘরে গিয়ে হামলা করছে এবং বিভিন্ন ক্ষয় ক্ষতি করছে। প্রশাসন এখানে কোনো ভূমিকা নিচ্ছে না।
মানিক সরকার আরো জানান যে মুখ্যমন্ত্রী লোক জন জমিয়ে বক্তৃতা দিতে গিয়ে সাংবাদিকদেড় চোখ রাঙিয়ে বলছেন তাদের কাউকেই ছাড়বেন না। এই পরিস্থিতির মধ্যে সাংবাদিকদের সংগঠন এর পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ক বার বার আবেদন করা হলো যাতে তিনি তার বক্তব্য প্রত্যাখ্যান করেন কিন্তু তিনি তা করলেন না। রাজ্যের এই করুন পরিস্থিতির মধ্যে অধিবেশন ডাকার বেপারটা মানিক বাবু ভালো ভাবে দেখছেন না। আজকের বিধান সভায় বাং নেত্রিত্যরা সাক্ষী গোপাল হয়ে থাকতে নারাজ ছিলেন বলে তারা বিধানসভা ত্যাগ করে চলে আসলেন।
রাজ্য
বিধানসভা থেকে ওয়াক আউটের পর মহাকরণের সামনে বিক্ষোভ প্রদর্শন সিপিআইএম নেতৃত্বদের
- by janatar kalam
- 2020-09-21
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this