2024-12-15
agartala,tripura
রাজ্য

নেশা সামগ্রী পাচার কারবারির সাথে যুক্ত তিন যুবক আটক

জনতার কলম,এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- মঙ্গলবার রাত্রিবেলা বাগমা ফাঁড়ির পুলিশ গোপন খবরের ভিত্তিতে বাগমা করাইয়ামুরা এলাকা থেকে একটি অটোগাড়ি থেকে গাজাও ট্যাবলেট সমেত নেশা সামগ্রী উদ্ধার করে l আটক করা হয় তিনজন যুবককে । ধৃতদের নাম হলো রমজান আলী( ৩০), সাবির হোসেন( ৩২) ও গৌতম দত্ত(৪১) l তিনজনের বাড়ি কাঁকড়াবন থানার হদ্রা এলাকায় lপুলিশ জানিয়েছে, TR03B 3160 নম্বরের একটি অটো দিয়ে তারা উদয়পুর বাগমা এলাকার কড়ইয়ামুড়া থেকে বাগমা বগাবাসার দিকে যাচ্ছিলো l এমন সময় বাগমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুশান্ত দেবের নেতৃত্বে নেশা সামগ্রী পাচার কারবারির সাথে যুক্ত তিন যুবককে আটক করে l পুলিশ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা, ২৩০ টা ইয়াবা টেবলেট উদ্ধার করে l বর্তমানে আর কে পুর থানাতে তিনজনের বিরুদ্ধে মামলা লিপিবদ্ধ করে l বুধবার উদয়পুর আদালতে ধৃত তিন যুবককে সোপর্দ করে পুলিশ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service