জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 70 তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত সেবা সপ্তাহ পালন এর অঙ্গ হিসেবে মঙ্গলবার রক্তদান শিবিরের আয়োজন করলো বিজেপি রাধাকিশোরপুর মন্ডল যুব মোর্চা। এদিন উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে অনুষ্ঠিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিজেপি গোমতী জেলা সভাপতি অভিষেক দেবরায়, গোমতী জেলা সভাধিপতি স্বপন অধিকারী, বিজেপি গোমতী জেলা প্রভারী রতন ঘোষ, বিজেপি রাজ্য কমিটির সদস্য সমীর চক্রবর্তী, নুপূর নন্দী, হারুন চৌধুরী, বিজেপি রাধাকিশোরপুর মন্ডল সভাপতি প্রবীর দাস, যুব মোর্চার গোমতী জেলা সভাপতি বিপ্লব দেব, যুব মোর্চার রাধাকিশোরপুর মন্ডল সভাপতি শিশির ভৌমিক সহ বিভিন্ন নেতৃত্ব। এদিন এই রক্তদান শিবিরে 70 জন যুব মোর্চার সদস্যা সদস্যারা স্বেচ্ছায় রক্তদান করেন।
janatar kalam Blog রাজ্য প্রধানমন্ত্রীর 70 তম জন্মদিন উপলক্ষ্যে সেবা সপ্তাহ পালন এর অঙ্গ হিসেবে রক্তদান শিবির
Leave feedback about this