2025-01-01
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

আট দফা দাবির সমর্থনে স্মারকলিপি প্রদান সিপি আই পি আই ( এম এল ) গোমতী জেলা কমিটির

জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- আট দফা দাবির সমর্থনে মঙ্গলবার গোমতী জেলা শাসক ডঃ তরুণ কান্তি দেবনাথ এর নিকট স্মারকলিপি প্রদান করলো সিপিআই পি আই ( এম এল ) গোমতী জেলা কমিটি। এদিন এই স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন সি পি আই (এম এল) এর গোমতী জেলা কমিটির পক্ষে পার্থ কর্মকার, গোপাল রায়, রুবেল সরকার। সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতির উদয়পুর মহকুমা কমিটির পক্ষে রোশেনা বিবি, শংকরী দেবনাথ ও রাশিয়া বিবি। এদিন মাইক্রোফিনান্স সংস্থাগুলোর ঝৃন মুক্তির জন্য কিস্তি ও সুদে বিশেষ ছাড়, বিভিন্ন সরকারী ব্যঙ্ক থেকে স্বল্প সুদে ঋণ মঞ্জুর, মজুরি বৃদ্ধি ও অন্যান্য আটটি দাবীতে এদিন গোমতী জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service