জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- এক জন সফল মানুষের পেছনে শিক্ষকের যে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, তা নতুন করে বলার কিছু নেই। সেই শিক্ষক যে পড়াশোনার ক্ষেত্রেই হতে হবে, তা নয়। তিনি থাকতে পারেন জীবনের যে কোনও ক্ষেত্রেই। তিনি যে পড়ুয়াকে শেখাবেন , তাই নয়। তিনি তাকে জীবনে চলার পথে পরামর্শ দেবেন, ব্যর্থতায় পাশা দাঁড়িয়ে উৎসাহ দেবেন, সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে দেবেন। তিনি তাকে শুধু সফল নয়, একজন ভাল মানুষ হতে শেখাবেন। এমনই এক আদর্শ শিক্ষকের জন্মদিন ৫ সেপ্টেম্বর, এই আদর্শ শিক্ষকের জন্মদিনকে স্মরণ করে আজকের দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় তিনি হলেন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন। উনার জন্মদিন কে কেন্দ্র করে সারা ভারতবর্ষে শিক্ষক দিবস উদযাপন করা হয় এবং পাশাপাশি আমাদের রাজ্য ত্রিপুরাতেও শিক্ষক দিবস পালন করা হয়, বিগত কিছুদিন পূর্বে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এর প্রয়ানকে ঘিরে সাত দিনব্যাপী সারাদেশে আমরা রাষ্ট্রীয় শোক পালন করায়, এবছর যথাসময়ে শিক্ষক দিবস পালন করতে পারছি না কিন্তু রাষ্ট্রীয় শোক পালনের সময় সীমা পেরিয়ে গেলে যথাযোগ্য মর্যাদায় শিক্ষক দিবস উদযাপন করা হবে এবং সমাজের প্রীতি ও শ্রদ্ধেয় শিক্ষকদের মধ্যে সম্বর্ধনা প্রদান করা হবে বলে জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ।
রাজ্য
রাষ্ট্রীয় শোক পালনের সময় সীমা পেরিয়ে গেলে পালন করা হবে শিক্ষক দিবস- রতন লাল নাথ
- by janatar kalam
- 2020-09-05
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this