2024-12-20
agartala,tripura
রাজ্য

দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে রুখে দাঁড়াতে হবে : ভানুলাল

জনতার কলম, ত্রিপুরা, বিশালগড়, প্রতিনিধি :-আজ বিশালগড় সিপিআইএম বিশালগড় মহকুমা অফিসে প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। উক্ত প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন সিপিআইএম বিধায়ক ভানু সাহা, সিপাহী জলা জেলার সিপিআইএম পার্টির মন্ডলী সদস্য পার্থ প্রতিম মজুমদার, মহাকুমা সম্পাদক সিদ্দিকুর রহমান, এবং ফখরুদ্দিন আহমেদ।এদিন ভানুলাল সাহা বক্তব্য রাখতে গিয়ে বলেন বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এক নজরে বিশালগড় মহকুমা সংঘটিত সন্ত্রাসের বিবরণ, পার্টি গণসংগঠনের অফিস বিভিন্ন অফিসের সন্ত্রাসের নমুনা, ভাঙচুর, অগ্নিসংযোগ, তালিকা প্রকাশ করলেন বিধায়ক ভানু লাল সাহা। তাছাড়া বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বিশালগড় মহকুমা সংঘটিত বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ সন্ত্রাসের বিবরণ জানিয়েছেন জানিয়েছেন জেলা সদস্য মন্ডলীর অন্যতম সদস্য পার্থ প্রতিম মজুমদার।তাছাড়া তিনি আরো বলেন এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে একমত হয় মোকাবেলা করার জন্য এগিয়ে আসার আহ্বান রাখেন মানুষকে। আজ চারজনের এক প্রতিনিধি দল সিপাহীজলা জেলাশাসকের নিকট উক্ত ঘটনার বিবরণ জানিয়ে এক প্রতিলিপি জেলা শাসকের কাছে তুলে দেন এর প্রতিনিধি দলে ছিলেন বিধায়ক, সন্তোষ বিশ্বাস, পার্থপ্রতিম মজুমদার, ফখরুদ্দিন আহমেদ,। উনারা জেলা শাসকের কাছে উক্ত ঘটনা গুলি যেন অতিসত্বর বন্ধ করা হয় সেদিকে দৃষ্টি দেওয়ার জন্য উনারা আবেদন জানান।এবং উনাদের এই আবেদন টুকু সঠিকভাবে দেখবেন বলে আশা ব্যক্ত করেন সিপাহিজলার জেলাশাসক, এমনটিই জানিয়েছেন বিধায়ক ভানু লাল সাহা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service