জনতার কলম,এিপুরা,চুড়াইবাড়ি, প্রতিনিধি :- রাজ্যব্যাপি সিপিআইএমের ষোল দফা দাবির ভিত্তিতে আজ ৫৪ নং কদমতলা-কুর্তি বিধানসভার সিপিএম কর্মীরা কদমতলাতে এক বিক্ষোভ প্রদর্শন করে। সিপিএমের এই বিক্ষোভ মিছিলের পাল্টা প্রতিবাদ মিছিল করে বিজেপিও ময়দানে নামে।এদিকে রাজ্য প্রশাসন সিপিএমের এই পূর্ব রাজনৈতিক সূচিকে অনুমতি দেয়নি। প্রশাসনের আইন অমান্য করে সিপিএম আজ রাজপথে নামে তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে। আজকের সিপিএম দলের ষোল দফা দাবি আদায়ের আন্দোলনের নেতৃত্ব ছিলেন বিধায়ক ইসলাম উদ্দিন।সকাল এগারোটা নাগাদ কদমতলা দলীয় কার্যালয় থেকে রাস্তায় মিছিল নিয়ে বের হতেই কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকারের নেতৃতে কদমতলা থানার পুলিশ আন্দোলনকারীদের গ্রেপ্তার করে কদমতলা কমিউনিটি হলে নিয়ে যায়। বর্তমানে সেখানে তাদের আটক করে রাখা হয়েছে। তাদের এই রাজপথে মিছিলের বিরুদ্ধে গর্জে ওঠে বিজেপি কদমতলা মন্ডলের কার্য কর্তারা।বিজেপি দলের পাল্টা মিছিলের নেতৃত্বে ছিলেন মন্ডল সভাপতি রাজা ধর সহ অনান্য নেতৃত্বরা । সিপিএম দলের মিছিলকে ছাপিয়ে পাল্টা প্রতিবাদ মিছিল সংঘটিত করে বিজেপি। তবে কদমতলা এলাকায় কোন অশান্তিকর পরিবেশ সৃষ্টি না হলেও বাগবাসা বিধানসভা কেন্দ্রের কালাছড়াতে দুই দলের মধ্যে কিছুটা সংঘর্ষ বাঁধে। তবে পুলিশ সঙ্গে সঙ্গেই তা নিজেদের আয়ত্তে নিয়ে আসে।
রাজ্য
সিপিআইএমের ষোল দফা দাবির বিরুদ্ধে গর্জে ওঠে কদমতলা বিজেপি মন্ডলের পাল্টা মিছিল
- by janatar kalam
- 2020-08-26
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this