2025-01-02
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

আসাম-ত্রিপুরা সীমান্ত থেকে আটককৃত অবৈধ কাঠ বোঝাই গাড়ি কদমতলা থানা হস্তান্তর করলো ধর্মনগর বন দপ্তরে

জনতার কলম, এিপুরা, কদমতলা,প্রতিনিধি :- কদমতলা থানার হাতে আটক গাড়ি বোঝাই অবৈধ কাঠ । লকডাউনের মাঝেও কিন্তু উত্তর জেলা জুড়ে চলছে কাঠের চোরা কারবারিদের রমরমা অবৈধ কাঠের ব্যবসা। সোমবার রাতে কদমতলা থানাধীন আসাম ত্রিপুরা সীমান্তের 208 নং জাতীয় সড়কে ঝেরঝেরিতে কর্তব্যরত পুলিশরা রুটিন তল্লাশির সময় টিআর০২ডি১৫৪৫ নম্বরের একটি কাঠ বোঝাই কাগজপত্র হীন গাড়ি আটক করে । যদিও পুলিশ গাড়ি চালককে আটক করতে পারেনি । পরবর্তীতে কদমতলা থানা কাঠ বোঝাই গাড়িটি মঙ্গলবার সকালে ধর্মনগর ফরেস্ট দফতরের হাতে তুলে দেন। ফরেস্ট রেঞ্জার শৈলেন মালাকার জানিয়েছেন বোঝাই কৃত কাঠের বাজার মূল্য আনুমানিক ৩০ হাজার টাকা হবে ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service