আবারও ধর্মনগর থানার হাত থেকে রক্ষা পেল না অবৈধ নেশা কারবারের জগতের বাদশা নির্মল কালুয়ার। ঘটনার বিবরণে প্রকাশ দীর্ঘদিন থেকে ধর্মনগর তানা কাছে খবর আসে যে নির্মল কালুয়ার ওর নিজ বাড়ি সামনে নিজ দোকানে অবৈধভাবে বিলাতী মদ বিক্রি করছে সেই মোতাবেক মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ ধর্মনগর রাজবাড়ী এলাকার বাসিন্দা নির্মল কালুয়ার এর বাড়িতে তল্লাশি চালায় ধর্মনগর থানার পুলিশ এবং সেখান থেকে উদ্ধার করে বেশ কিছু বিলাতি মদ সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয় ধর্মনগর থানার এস আই রতন রবি দাস জানান যে ওনাদের কাছে খবর আসে বেশ কিছুদিন ধরে সন্ধ্যার পর থেকেই অবৈধভাবে বিলাতী মদ বিক্রি করছে নির্মল কালুয়ার এবং এও বলেন যে আজ থেকে প্রায় 9 থেকে 10 মাস আগে উনার ছেলে সঞ্জীব কালুয়ার কে 10 হাজার ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছিল ধর্মনগর থানার পুলিশ তারপর সে প্রায় 6 মাস জেল খেটে পুনরায় বেরিয়ে আসে তারপরও সে এই অবৈধ ব্যবসা ছাড়তে পারছে না এবং ধর্মনগর রাজবাড়ী এলাকা থেকে বিশেষ গুণীজনরা ধর্মনগর থানায় প্রতিদিন ফোন করে বিভিন্নভাবে খবর দিচ্ছেন যে ওই সঞ্জিব কালুয়ার এবং ওর বাবা নির্মল কালুয়ার বাপ ছেলে মিলে অবৈধ মদের ব্যবসা চালিয়ে যাচ্ছে তাই মঙ্গলবার পুলিশ অভিযানে এই বেশকিছু বিলাতী মদ সহ নির্মল কালুয়ার কে আটক করে ধর্মনগর থানায় নিয়ে আসে। এককথায় বাপ ছেলে মিলে নেশার স্বর্গ বানিয়ে রেখেছে রাজবাড়ি এলাকাকে এবং বিশেষ সূত্রে জানা গেছে সমাজের কিছু বুদ্ধিজীবী কে ম্যানেজ করে চালিয়ে যাচ্ছে এই অবৈধ ব্যবসা এখন দেখার বিষয় তারপরেও কি ওদের লাগাম টানতে পারে কি আরক্ষা দপ্তর।
Leave feedback about this