জনতার কলম,ত্রিপুরা,আগরতলা,প্রতিনিধি :- সোমবার রাজধানীর মেলারমাঠস্থিত সিপিআইএম দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়. বৈঠকে সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাশ বর্তমান কেন্দ্রীয় ও রাজ্য সরকার কে জনবিরোধী সিদ্ধান্ত নেওয়া কে কেন্দ্র করে কটাক্ষ করে তিনি বলেন সমগ্র বিশ্বের সাথে আমাদের দেশ ও রাজ্য অর্থনৈতিকভাবে রদবদল হয়েছে, তারমধ্যে রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার বিদ্যুতের মাসুল বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছেন তা পুরোপুরি অবাস্তব। আবার ইতিমধ্যে বিদ্যুতের যে ডিউটি বাড়িয়েছে বাম আমলে তা করেননি এবং বিদ্যুৎ মাসল বাড়ানোর যে প্রস্তাব এনেছে তা বাতিল করার জন্য দাবি জানিয়েছে সিপিআইএম। তাছাড়া বর্তমান বিবেকানন্দ মার্কেটকে সরিয়ে রাজ্য সরকারের যে আবাসন বানানোর পরিকল্পনা সে পরিকল্পনা কে তীব্র কটাক্ষ করেন সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস। তাছাড়া গত বাম আমলে রাজধানী কামান চৌমুনীস্থিত রাস্তার ধারে ফলের দোকান গুলি কে সেখান থেকে সরিয়ে বিবেকানন্দ মার্কেটের সামনে তাদেরকে ব্যবসার সুযোগ করে দিয়ে রাস্তা প্রশস্ত করার পরিকল্পনা নিলেও বর্তমান রাজ্য সরকার সেখানে আবাসন নির্মাণের সিদ্ধান্ত কে মানতে পারছে না সিপিআইএম বলে অভিমত ব্যক্ত করেন তিনি। এদিনের বৈঠকে রাজ্য সম্পাদক গৌতম দাশ ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য নরেশচন্দ্র জমাতিয়াও।
janatar kalam Blog রাজ্য বর্তমান রাজ্য সরকারের জনবিরোধী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানালো সিপিআইএম নেতৃত্ব
Leave feedback about this