2024-12-15
agartala,tripura
রাজ্য

জলের সমাস্যার সমাধানে পথ অবরোধে বড়মুড়ার এলাকাবাসীরা

জনতার কলম,ত্রিপুরা,তেলিয়ামুড়া প্রতিনিধি :- বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা পূরন করার দাবিতে গতকালকে বড়মুড়ার অর্থাৎ হাতাইকতর পাহাড়ের ‘সালকা’ এলাকা থেকে হাতাইকতর পাহাড়ের “ONGC”-র লিক পয়েন্ট পর্যন্ত রাস্তা অবরোধ করেছিল । উল্লেখ্য, গতকালের এই অবরোধের পরেই ফের আজকে তথা সোমবার ২৮-তেলিয়ামুড়া বিধানসভা ও মান্দাই বিধানসভার ওই এলাকার সমস্ত জনগণ একজোট হয়ে মিলে ‘সালকা’ বাড়িতে পানীয় জলের জন্য জাতীয় সড়ক অবরোধ করে সোমবার সকাল ১০ টা নাগাদ থেকে। এই সড়ক অবরোধে অন্যান্যদের সাধারণের মতো বিধানসভার “স্পিকার”ও সেখানে অর্থাৎ এই অবরোধে আটকা পড়ে যায়। ঘটনার বিবরণে জানা গেছে, সোমবার সকাল ১০ টা থেকেই ফের একই পানীয় জলের দাবিতে আজ জাতীয় সড়ক অবরোধ করে ওই এলাকার এলাকাবাসীরা । উল্লেখ্য, এমনিতেই ওই এলাকার জনগণরা বিশুদ্ধ পানীয় জল তো দূরের কথা ছড়া কিংবা পাথর চুসা জল খেয়েই জীবন ধারণ করতে হচ্ছে দীর্ঘদিন ধরেই । তবে সেটা “হউক রাম আমল বা হউক বাম আমল” । পূর্ব থেকেই তাদের পানীয় জলের একমাত্র উৎস হল হাওড়া ছড়ার জল। তাও আবার বিগত ৩ মাস “খামতিং” – এ নতুন গ্যাসের লিক পয়েন্ট হওয়াই সেখানকার বর্জ্য পদার্থগুলি হাওড়া ছড়ার জলে মিশে এই জল খাওয়ার ও ব্যবহারের অনুপযোগী হয়ে ওঠেছে । বারবার কর্তৃপক্ষকে জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে তারা জানায় । যার ফলে গতকাল বাধ্য হয়ে দিনভর ‘সালকা’ থেকে ১৩ নং লিক পয়েন্ট পর্যন্ত যাওয়ার রাস্তাটি অবরোধ করে দেয় এলাকাবাসী । কিন্তু কে শুনে কার কথা ! গতকাল দিনভর অবরোধ চললেও সহজ-সরল গিরিবাসীদের দুঃখের কথা শোনার মতো কেউ এগিয়ে আসে নি । তাই তারা বাধ্য হয়ে আজ ফের আসাম-আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বসে গ্রামবাসীরা। অবশেষে প্রায় দুই ঘণ্টা জাতীয় সড়ক অবরোধের পর জিরানীয়া মহকুমা শাসক, জিরানীয়া মহকুমা পুলিশ আধিকারিক, এবং জিরানীয়া থানার ওসি, অন্যদিকে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক বি. জগদীশ্বর রেড্ডি সহ “ONGC”-র আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে সড়ক অবরোধ তুলে নেওয়ার সমাধান সূত্র বের করা সহ ওই এলাকার এলাকাবাসীদের বিশুদ্ধ পানীয় জলের সুবন্দোবস্ত করে দেওয়ার প্রতিশ্রুতি দিলে অবশেষে বড়মুড়া অর্থাৎ হাতাইকতর পাহাড়ের আসাম-আগরতলা জাতীয় সড়কপথ অবরোধ তুলে নেয় এলাকাবাসীরা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service