জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- মাছের সংরক্ষণ ও বৃদ্ধির লক্ষ্যে গোমতী নদীতে বিভিন্ন প্রজাতির মাছের চারা পোনা মজুত করার লক্ষ্যে গোমতী নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছাড়া হয় l আজ এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে গোমতী নদীতে ওই মাছের পোনা ছাড়া হয় l নদীতে বিভিন্ন প্রজাতির মাছের চারা মজুত করণ প্রকল্পে মৎস্য দপ্তের বাৎসরিক কর্মসুচির অঙ্গ হিসেবে আজ এক লক্ষ্য মাছের পোনা ছাড়া হয় l শুধু তাই নয় উদয়পুর মহারানী ব্যারেজ এলাকায় আরও ষাট হাজার মাছের পোনা ছাড়া হবে l এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী , উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার , কাউন্সিলার রঞ্জিত দাস , উদয়পুর মহকুমার মৎস্য তত্ত্ববধায়ক বিজয় কান্তি ঘোষ ,দুই মৎস্য আধিকারিক অনিরুদ্ধ সাহা ও মৃন্ময়ী দত্ত প্রমূখ l
Leave feedback about this