2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

পাশে নেই কেও নিজের সর্বস্ব হারিয়ে সরকারি অফিসের বারান্দায় আশ্রয়নিলো এক মহিলা

জনতার কলম,ত্রিপুরা, শান্তিরবাজার,প্রতিনিধি :- শান্তির বাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া এস এস বি ক্যাম্প সংলগ্ন এলাকায় রাবার বোর্ডের অফিসক্ষের বারান্দায় কোনোপ্রকার দিন কাটাচ্ছে এক মহিলা। উনার সঙ্গে কথাবলে জানাযায় উনার ছেলে মেয়ে কেউ নেই। বিগতদিনে আগরতলা সাব্রুম জাতীয় সড়কের পাশে উনার ঘরছিলো। রাস্তার কাজ করার সময় উনার ঘরটুকু হারাতে হয়েছে। বিগতদিনে সরকারি জায়গায় উনার ঘর থাকার কারনে তিনি কোনোপ্রকার সহায়তা পাননি। অবশেষে ঘরবাড়ী হারিয় তিনি এস এস বি ক্যাম্প সংলগ্ন এলাকায় একটি সরকারি অফিসের বারান্দায় আশ্রয় নিয়েছেন। বর্তমানে রেগার কাজ ও ভাতার উপর নির্ভরকরে তিনি চলছেন বলে জানান। বর্ষার সময় এই বারান্দায় থাকতে বিশেষ অসুবিধার সন্মুখিন হতেহয় বলে জানান অসহায় মহিলা। তিনি একটু মাথা গোজার মতো আশ্রয়ের জন্য স্থানীয় নেতৃত্ব ও মহকুমা শাসকের নিকট দারস্ত হয়েও কাজেরকাজ কিছুইহয়নি বলে জানান। তাইতিনি রাজ্যসরকারের কাছ মাথাগোজার জন্য একটি ঘরের আবেদন করেছেন। এখন দেখারবিষয় এই অসহায় মহিলাকে সাহাযার্থে রাজ্যসরকার কিপ্রকার পদক্ষেপ গ্রহনকরে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service