জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলাঃ- সরকারি সম্পত্তি পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে এবং সরকারী দপ্তরগুলো বেসরকারিকরণের প্রতিবাদে ও গরিব শ্রমজীবী মানুষদের মধ্যে ১০ কেজি করে চাল প্রদানসহ বেকারদের ৬ মাস ছয় মাস অবধি সাড়ে সাত হাজার টাকা করে অনুদান দেওয়ার দাবিতে বামপন্থী চারটি সংগঠনের উদ্যোগে ভারত বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের কর্মসূচি হাতে নেওয়া হয় রাজধানীর মূল অনুষ্ঠানটি হয় রাজধানীর মেলারমাঠস্থিত ভানু ঘোষ স্মৃতি ভবনের সামনে। এদিনে কর্মসূচি থেকে বক্তব্য রাখতে গিয়ে সি আই টি ইউ সভাপতি মানিক দে গোটা দেশে শ্রমজীবী মানুষদের দ্বারা গঠিত লড়াই আন্দোলন কর্মসূচি তুলে ধরেন এবং রাজ্যে মানুষের গণতন্ত্রের অধিকার এবং বাক স্বাধীনতা অধিকার কেড়ে নিয়েছেন বর্তমান রাজ্য সরকার বলে অভিমত ব্যক্ত করেন তিনি। এদিন জিএমপি সভাপতি জিতেন্দ্র চৌধুরী আন্দোলন কর্মসূচিকে ঘিরে পুলিশের বাধা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বর্তমান রাজ্য সরকারের কাপুরুষতা উঠে এসেছে এবং এরা যে মানুষ থেকে বিচ্ছিন্ন হচ্ছে তা প্রতিফলিত হচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন তিনি, বামপন্থী চারটি সংগঠনের উদ্যোগে আয়োজিত ভারত বাঁচাও মানুষ বাঁচাও’ কর্মসূচিকে ঘিরে সংগঠনের কার্যকর্তাদের মাঝে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় এবং আন্দোলন শেষে তাদেরকে গ্রেফতার করে পুলিশ মাঠে নিয়ে যাওয়া হয়।
janatar kalam Blog রাজ্য বামপন্থী চারটি সংগঠনের উদ্যোগে পালিত হল ভারত বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন কর্মসূচি
Leave feedback about this