জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলাঃ- ৭৪ তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে তথ্য সংস্কৃতি দপ্তরে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে দপ্তরের আধিকারিক অন্যান্য বছরের ন্যায় এ বছর ব্যাপক আকারে ৭৪ তম স্বাধীনতা দিবস পালনে কিছুটা ইতি টেনেছেন মহামারী করোনা ভাইরাসের সংক্রমণে আশঙ্কার জেরে। তাছাড়া অন্যান্য বছর যে জায়গায় বিভিন্ন ধরনের প্লেটোন দেখা যেত সেই প্লেটোনের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে ও ব্যাপক আকারে যে সাংস্কৃতিক প্রোগ্রামের আয়োজন করা হতো, এবছর তা রেকর্ডিং এর মাধ্যমে সম্প্রচার করা হবে বলে জানান দপ্তরের আধিকারিক। তাছাড়া এদিন তিনি সাংবাদিকদের মধ্য দিয়ে জনগণের উদ্দেশ্যে বার্তা রাখেন তারা যেন ঘরে বসেই টিভিতে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ৭৪ তম স্বাধীনতা দিবসে অনুষ্ঠানটি দেখেন। পাশাপাশি সম্পাদকীয় সংবাদ মাধ্যমকে ও আহ্বান রাখেন সবকটি চ্যানেলে সরাসরি সম্প্রচার করার জন্য।
janatar kalam Blog রাজ্য ৭৪ তম স্বাধীনতা দিবস কে ঘরে বসেই যেন জনগণ সোশ্যাল মিডিয়া ও টিভির পর্দায় উপভোগ করেন তার আহ্বান রাখেন তথ্য সংস্কৃতি দপ্তর
Leave feedback about this