2024-12-18
agartala,tripura
রাজ্য

উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফলের পর কৃতীদের ফোনে অভিনন্দন শিক্ষামন্ত্রীর

জনতার কলম, ত্রিপুরা, আগরতলা, প্রতিনিধি :-শুক্রবার প্রকাশিত হল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিকের ফলাফল এদিন রাজ্য শিক্ষা মন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়ে প্রতিক্রিয়ায় তিনি জানান রাজ্যের ২৭ স্কুলের ১০০% পাশের হারের কথা এবং জাতীয় শিক্ষানীতি কে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ার কথাও জানান তিনি কেননা বর্তমান দেশের সরকার চাইছে শিক্ষা কেন্দ্র থেকে যেসব শিক্ষা দেওয়া হয় তারই উপর ভিত্তি করে যেন শিক্ষার্থীরা স্বাবলম্বী হতে পারে সে কথাও জানান তিনি। পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে জিডিপি থেকে ৬% ব্যায় করার কেন্দ্র সরকারের ঐতিহাসিক সিদ্ধান্তের কথা ও জানান তিনি। তাছাড়া করোনাময় পরিস্থিতিতে রাজ্যের ছাত্রছাত্রীরা ভালো ফলাফল করেছে দেখে এদিন শিক্ষা মন্ত্রী আগরতলা কৃষ্ণনগর নিজ বাসভবনে বসে টেলিফোনে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সাথে কথা বলেন রাজ্য শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service