2024-12-19
agartala,tripura
রাজ্য

নবচিন্তন সামাজিক সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালন

তেলিয়ামুড়া মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর বৃক্ষ রোপন কর্মসূচি পালন করলো
গাছ লাগাই,পরিবেশ বাঁচাই।এর স্লোগানকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবারও বৃক্ষ রোপন কর্মসূচি নিলো তেলিয়ামুড়ার নবচিন্তন ওয়েলফেয়র সোসাইটি।
বুধবার সংস্থার উদ্যোগে তেলিয়ামুড়া মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরে নানা প্রজাতির 20 টি চারা রোপন করা হয়।উপস্থিত ছিলেন পুর পরিষদের ভাইস চেয়ারম্যান রুপক সরকার,কাউন্সিলার বিমল রক্ষিত,রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের এর জুনিয়ার সাইন্টিস্ট সুশান্ত দাস,মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সিদ্ধার্থ শঙ্কর পাল,সংস্থার সম্পাদক চিরঞ্জীব দেব,সহ সদস্যরা।করোনা’ র এই সময়ে সামাজিক দূরত্ব মেনে পরিবেশ রক্ষার্থে ও বন সৃজন করতে সংস্থার এই কর্মসূচি কে সাধুবাদ জানিয়েছেন অতিথিরা।এই কার্যালয়ে বকুল,কাঁঠাল,চাপা,দেবদারু,নিম,সহ বিভিন্ন গাছ লাগানো হয়।তাছাড়া তেলিয়ামুড়ার নানা স্থানে ,বিভিন্ন কার্যালয়ে এই সংস্থার উদ্যোগে বৃক্ষ রুপন কর্মসূচি নেওয়া হয়েছে ,এবং আগামীদিনে ও তা জারি থাকবে বলে সংস্থার কর্তৃপক্ষ জানান।
বলা বাহুল্য এই সংস্থা বেশ সুনামের সহিত রক্ত দান,,শিশুদের মধ্যে নানাবিধ প্রতিভা বিকাশে প্রতিযুগিতা,পাঠ্য পুস্তক দান,বস্র দান,বৃক্ষ রুপন,সহ নানাবিধ সামাজিক কর্মসূচি করে আসছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service