জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- সোমবার ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়ন গোমতী জেলা কমিটির তরফে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে গোমতী জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। এদিন গোমতী জেলা শাসক তরুণ কান্তি দেবনাথ এর নিকট ছয় দফা সম্বলিত ডেপুটেশন প্রদান করেন ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়ন এর গোমতী জেলা সম্পাদক দিলীপ দত্ত এর নেতৃত্বে বারো সদস্যের এক প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়ন এর জেলা সভাপতি রতন দে সহ সদস্য তাপস মজুমদার, বিপ্লব দে ।এইদিন ডেপুটেশানে দাবি গুলি ছিল অবিলম্বে রাজ্যে পেনশন রুলস তৈরী করা, শীঘ্রই সাংবাদিকদের আবাসন নির্মানের কাজ শুরু করা, প্রতিটা মিডিয়া হাউসে নির্ধারিত এক্রিডিয়েশন কার্ডে( বরাদ্দকৃত) এর পঞ্চাশ শতাংশ মহকুমা স্তরের সাংবাদিকদের জন্য বরাদ্দ রাখার দাবিতে সরকারি হস্তক্ষেপ করা, 2 জন সাংবাদিক হত্যার সি বি আই তদন্ত দ্রুত নিষ্পত্তি করা প্রমুখ ।
janatar kalam Blog রাজ্য ছয় দফা দাবির ভিত্তিতে জেলা শাসকের নিকট ডেপুটেশন উদয়পুর ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়নের
Leave feedback about this