জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- বৃহস্পতিবার উদয়পুর মহকুমায় প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহার সফর ঘিরে উদয়পুর কংগ্রেস কর্মীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। আজ সকাল ১২ ঘটিকায় বীরজিৎ সিনহা উদয়পুর জেলা কংগ্রেস ভবনে আসেন সেখানে তিনি উপস্থিত কংগ্রেস কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং আগামী দিনে বিজেপির বিরুদ্ধে প্রতিরোধ করার ডাক দেন। তিনি বলেন বিজেপি হচ্ছে কর্পূরের মত , খুব অল্প দিনের মধ্যে উড়ে যাবে। সেখান থেকে তিনি যান কাকড়াবনে শাসক দল বিজেপির হাতে আহত ব্লক কংগ্রেস সভাপতি নিত্য গোপাল সাহার বাড়িতে। সেখানে তিনি নিত্য গোপাল সাহার শারীরিক খোঁজ খবর নেন এবং উপস্থিত কর্মীদের সঙ্গে আলোচনা করেন। প্রচুর সংখ্যক কংগ্রেস কর্মীরা উপস্থিতিতে তিনি লড়াইয়ের ডাক দেন। বীরজিৎ সিনহা শাসকদলের পরিচালিত সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ দুর্বার আন্দোলনের ডাক দেন ।বীরজিৎ সিনহার আগমনে কংগ্রেস কর্মীদের মনোবল চাঙ্গা হয়ে ওঠে। স্থানীয় কংগ্রেস কর্মীরা বীরজিৎ সিনহা কাছে আবেদন রাখেন কৈলাসহরে যে ভাবে পঞ্চায়েতে বিজেপির বিজয় রথ আটকে দিয়েছে সেই ভাবে সামনে থেকে সারা এিপুরায় নেতৃত্ব দেওয়ার অনুরোধ করে।দুই জায়গায় প্রচুর পরিমান কংগ্রেস কর্মীদের উপস্থিতি লক্ষ করা গেছে। এদিন বীরজিৎ সিনহা সমস্ত কর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান আগামীর লড়াইয়ের জন্য। আজকের বীরজিৎ সিনহার সফর সঙ্গী ছিলেন জেলা কংগ্রেসে সভাপতি সৌমিত্র বিশ্বাস, সুশান্ত চক্রবর্তী,ডঃ প্রদীপ কুমার বর্ধন সহ ব্লক কংগ্রেস সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ।
Leave feedback about this