জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলা:- শনিবার আগরতলা পুর নিগমের উদ্যোগে মুখ্যমন্ত্রী করোনা প্রতিরোধ অভিযান এবং লেবুর রস ও আনারস খাওয়ানো কর্মসূচি আয়োজন করা হয়. এই দিনের কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন করোনা প্রতিষেধক ভিটামিন সি তথা মানুষের ইমিউনিটি বাড়তে সাহায্য করা রাজ্যে ৩১৬ টি জায়গায় একসাথে একযোগে এই কর্মসূচি পালন করা হচ্ছে এবং এই কর্মসূচির মাধ্যমে প্রায় ৩০০ কৃষক লাভবান হবেন বলে জানান তিনি. পাশাপাশি রাজ্যে ক্রমবর্ধমান করোনা সংক্রমণ নিয়ে বলতে গিয়ে তিনি জানান রাজ্যে করোনা সংক্রমনের সংখ্যা বাড়লেও তা দমনে রাজ্যের স্বাস্থ্য দপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, কেননা আমাদের রাজ্য স্যাম্পল টেস্টে বিশেষ স্থান অধিকারী এবং করোনা চিকিৎসার দিকেও বিশেষ স্থানাধিকারী বলে অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব. এদিন অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী ও অতিথিরা লেবুর রস ও আনারস খাওয়ানোর স্টল ঘুরে দেখেন. এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র ডক্টর প্রফুল্ল জিৎ সিনহা ও নগর উন্নয়ন দপ্তরের সচিব চিরঞ্জিতেরও নগর উন্নয়ন দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ অন্যান্য কর্মকর্তারা.
রাজ্য
রাজ্যের মানুষের ইমিউনিটি বাড়াতে আগরতলা পুর নিগমের উদ্যোগে লেবুর রস এবং আনারস খাওয়ানো কর্মসূচির আয়োজন করা হয়
- by janatar kalam
- 2020-07-04
- 0 Comments
- Less than a minute
- 5 years ago

Leave feedback about this