2024-12-16
agartala,tripura
রাজ্য

পেট্রোপন্যের মূল্যবৃদ্ধি প্রত্যাহারসহ সাত দফা দাবিতে প্রতিবাদ কর্মসূচী উদয়পুর কংগ্রেসের

জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- লাগামহীন পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সর্ব ভারতীয় কংগ্রেস কমিটির নির্দেশ অনুযায়ী ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কর্ম সুচির অঙ্গ হিসেবে সোমবার উদয়পুর শহরে বিক্ষোভ দেখাল উদয়পুর জেলা কংগ্রেস কমিটি l এই ক্ষেত্রে মহকুমা পুলিশ আধিকারিক ও আর কে পুর থানার ও সি এর পক্ষ্যে পাতিত্তের অভিযোগ এনেছে উদয়পুর জেলা কংগ্রেস l জেলা কংগ্রেস সভাপতি সৌমিত্র বিশ্বাস অভিযোগ করেন রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি যখন কোন কর্ম সূচি পালন করতে যায় তখনই পুলিশ বাধা দেয় l
তিনি অভিযোগ করেন শাসক বি জে পি দলের কর্ম সুচির ক্ষেত্রে পুলিশ বাধা দেয় না l গত 25 জুন বি জে পি দল উদয়পুর রাজর্ষি ও সোনামুড়া চৌমুহনী এলাকায় কালো দিবস পালন করেছে l সেখানে উদয়পুরের মন্ত্রী , বিধায়ক , , চেয়ারম্যান সহ উপস্থিত থেকে কালো দিবস পালন করেছে l পুলিশ কিন্তু তাঁদের বাধা দেয় নি l এক্ষেত্রে কোন অনুমিতি ছিলোনা বলে এদিন জেলা কংগ্রেস দাবি করেন l এই ভাবে বিরুধীদের কণ্ঠ রোধ করার চেষ্টা হচ্ছে l এর আগেও কংগ্রেস প্রতিবাদ করে জানায়, লক ডাউন সময়ে মাতাবাড়ি মন্দির বন্ধ থাকায় কী ভাবে সাংসদ মাতাবাড়ি মন্দিরে দল বল নিয়ে পূজা দিয়েছে l
কংগ্রেস অভিযোগ করে, এই ত্রিপুরা রাজ্যে কী চলছে l আইন সবার জন্য এক l পৃথক হতে পারে না l এর আগেও বি জে পি বহু কর্ম সূচি পালন করেছে l থানা পুলিশ কিন্তু তাঁদের বাধা দিচ্ছে না l উল্টু দিকে বিরোধী দলের কর্ম সূচিতে বার বার বাধা আসছে l এ কেমন আইন l কংগ্রেস এর তীব্র প্রতিবাদ জানিয়েছে l উদয়পুর কংগ্রেস ভবনের সামনেই তাঁদের বিক্ষুভ কর্ম সূচি পালন করেছে l এতে উপস্থিত ছিলেন উদয়পুর জেলা কংগ্রেস সভাপতি সৌমিত্র বিশ্বাস , অভিজিৎ সরকার , পরিমল ভৌমিক , আব্বাস আলী, প্রদীপ সরকার, বাপি ভৌমিক প্রমূখ ..

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service