নয়াদিল্লি: করোনা পরিস্থিতিতে এই জমায়েত আরও বিপদজনক হতে পারে। সেই কারণে এই বছর রথযাত্রার উপর স্থগিতাদেশ দিয়ে দেয় সর্বোচ্চ আদালত। আদালতের এহেন নির্দেশকে চ্যালেঞ্জ করে ২০টির বেশি পিটিশন দাখিল হয়েছিল। অবশেষে রথযাত্রার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। আদালতে আবেদনকারী আইনজীবীদের পক্ষ থেকে সওয়ালে দাবি করা হয় যে, পুরীর রথযাত্রা শুধুমাত্র একটি উৎসব নয়, এর সঙ্গে বহু মানুষের ধর্মীয় বিশ্বাস জড়িয়ে রয়েছে বলে আদালতের কাছে সওয়ালে জানান আইনজীবীরা৷ এই বছর যদি রথ না টানা হয়, তাহলে তা ১২ বছর পর্যন্ত আর চলতে পারবে না ৷ এমনই রীতি নিয়ম রয়েছে৷ এই বিষয়টিও আদালতের কাছে তুলে ধরা হয়। দীর্ঘক্ষণ ধরে চলে সওয়াল-জবাব। আবেদনকারী আইনজীবীরা জানান, আদালত রথ উৎসবের অনুমতি দিক। শর্তসাপেক্ষে এই অনুমতি দেওয়ার বিষয়ে বলা হয়। অবশেষে সেই আবেদন রাখা হয়। দেশের শীর্ষ আদালত শর্তসাপেক্ষে ঐতিহাসিক রথযাত্রার অনুমতি দিয়েছে।
Leave feedback about this