জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা ,উদয়পুর:- সিপাহীজলা জেলায় করোনা ভাইরাস সংক্রমণ রোগীদের সংখ্যা বাড়ার ফলে সিপাহীজলা জেলার তিনটি ব্লককে কন্টাইনমেন্ট জোন হিসেবে ঘোষনা দেন সিপাহীজলা জেলার জেলাশাসক। এরমধ্যে একটি হলো নলছড় ব্লক। তাই সোনামুড়া মহকুমা ধীন নলছড় ব্লক অধীন পশ্চিম বগাবাসা গ্রাম পঞ্চায়েতের এলাকায় একটি ব্যারিকেড দেওয়া হয়েছে। আর সেখানে পুলিশি প্রহড়া চলছে। যাতে করে এই ব্যারিকেড অতিক্রম করে কেউ এই এলাকা থেকে ঐ এলাকা কিংবা ঐ এলাকা থেকে এই এলাকায় না আসতে পারেন। উদ্যেশ্য একটাই যাতে কোনও অবস্থাতেই করোনা ভাইরাস এর সংক্রমণ অন্য এলাকায় না ছড়ায়।
janatar kalam Blog রাজ্য করোনা সংক্রমণ যাতে না ছড়ায় তার জন্য পশ্চিম বগাবাসা গ্রাম পঞ্চায়েতের এলাকায় দেওয়া হয়েছে ব্যারিকেড
Leave feedback about this