জনতার কলম প্রতিনিধি ন্যাশনাল ডেস্ক:- রবিবার সকলে শোপিয়ানে এনকাউন্টার চলাকালীন এক জঙ্গিকে নিকেশ করা হয়েছে। সেনার তরফে এখনও অপারেশন চালানো হচ্ছে বলে জানানো হয়েছে। শনিবারও কাশ্মীরে এনকাউন্টারে অপর এক জঙ্গিকে খতম করে বাহিনী। জম্মু কাশ্মীরের লিখদি পোরাতে জঙ্গিদের সঙ্গে বাহিনীর এই এনকাউন্টার শুরু হয়েছিল। তল্লাশি অভিযান চালানোর সময়েই জঙ্গিদের মুখোমুখি হয় পুলিশ ও নিরাপত্তা বাহিনী। তবে চলতি বছরে বারবার সামনে আসছে জঙ্গি অনুপ্রবেশের ঘটনা। লাদাখ সীমান্তে ভারত-চিন সংঘর্ষের জেরে কাশ্মীরের উপর চাপ বাড়ানো হবে, হিংসা ছড়াতে আরও জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টা করবে পাকিস্তান, ঠিক এই ভাষাতেই সতর্ক করেছেন জম্মু-কাশ্মীরের পুলিশ প্রধান দিলবাগ সিং। তাঁর বক্তব্য, করোনা পরিস্থিতির সময় থেকেই টানা অনুপ্রবেশ চালিয়েছে পাকিস্তান, আমাদের অতিরিক্ত সতর্কতা নিয়ে এই প্রচেষ্টা ব্যর্থ করতে হবে। ।
দেশ
সাতসকালে ভূস্বর্গে এনকাউন্টার। বাহিনীর গুলিতে নিকেশ এক জঙ্গি, উদ্ধার বেশ কিছু অস্ত্র
- by janatar kalam
- 2020-06-21
- 0 Comments
- Less than a minute
- 4 years ago
Leave feedback about this