সংবাদ প্রতিনিধি ত্রিপুরা বিশালগড়: গোপন সংবাদের ভিত্তিতে বিশালগড় থানার পুলিশ প্রায় দেড় লক্ষ গাজার চারা গাছ ধ্বংস করে। পুলিশ এবং টি এস আর এর যৌথ অভিযানে ধ্বংস হয় গাজার নার্সারি। চরিলাম বিধানসভার রাম ছড়া গ্রাম পঞ্চায়েত এবং বংশী বাড়ি এডিসি ভিলেজ কমিটি এলাকায় এই বিশাল পরিমাণ গাজার নার্সারি ধ্বংস করে পুলিশ এবং টিএসআর। বিশালগড় থানার এসআই বিজয় দাস এবং এস আই বিমল বৈদ্যের নেতৃত্বে এই প্রশাসনিক অভিযান হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী একদিকে নেশামুক্ত ত্রিপুরার ঘোষণা দিচ্ছেন অন্যদিকে নেশা মাফিয়ারা গোপনে গোপনে গাঁজা চাষ করে কোটি কোটি টাকা আয় করছেন। গোপন সংবাদের ভিত্তিতে হানা দেয় আজ বিশালগড় থানার পুলিশ বংশী বাড়ি এবং রাম ছড়া এলাকায়। শনিবার সকাল ৮ ঘটিকায় থেকে অভিযান চলে ১১ ঘটিকায় পর্যন্ত। এই তিন ঘণ্টার অভিযানে দেড় লক্ষ গাজার নার্সারি ধ্বংস করে পুলিশ। যে নার্সারীর আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকা হবে বলে জানিয়েছে পুলিশ।
Leave feedback about this