সংবাদ প্রতিনিধি ত্রিপুরা আগরতলা: বৃহস্পতিবার সি আই টি ইউএর উদ্যোগে রাজধানীর মেলারমাঠস্থিত ভানু ঘোষ স্মৃতি ভবনে কমরেড পীযুষ নাগ, কাজল ঘোষ ও সুব্রত সরকারের স্মরণ সভার আয়োজন করা হয়. এদিনের কর্মসূচিতে বিরোধী দলনেতা মানিক সরকার বর্তমানে চীন ও ভারতের মধ্যে যে বিবাদ চলছে তা দুদেশের মধ্যে আলোচনাক্রমে দ্রুত সমস্যা সমাধান করাই শ্রেয় দুদেশের জন্য বলে মন্তব্য করেন তিনি. তাছাড়া বর্তমান সরকারকে জনবিরোধী সরকার বলে উল্লেখ করেছেন তিনি, কেননা এই শ্রমজীবী অংশের মানুষদের মধ্যে প্রভাব আনছে, পাশাপাশি এই সরকারকে বিভিন্ন কর্পোরেট সংস্থার স্বার্থ রক্ষার জন্য কাজ করে চলছে বলে ব্যক্ত করেন তিনি.
রাজ্য
শ্রমজীবী অংশের নয় বিভিন্ন কর্পোরেট সংস্থার স্বার্থ রক্ষার্থে কাজ করে চলছে বর্তমান বিজেপি সরকার: মানিক সরকার
- by janatar kalam
- 2020-06-18
- 0 Comments
- Less than a minute
- 5 years ago
Leave feedback about this