জনতার কলম, উদয়পুর প্রতিনিধি :- বৃহস্পতিবার কাকরাবন কৃষি মহকুমার জামজুরি গ্রাম পঞ্চায়েত অধীন পূর্ব পালাটানাতে এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে গরু, হাঁস, শূকর ও মাছের পোনা বিতরন করা হয়। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে এইগুলি বিতরন করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া, গোমতী জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবল দেবরায়, বিশিষ্ট সমাজসেবী অভিষেক দেবরায়, জীতেন মজুমদার, জামজুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুব্রত দাস, গোমতী জেলার কৃষি উপ অধিকর্তা গৌতম মজুমদার, উদ্যান দপ্তরের উপ অধিকর্তা দীপঙ্কর দেব প্রমুখ।
janatar kalam Blog রাজ্য এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে গৃহপালিত পশু বিতরণ কর্মসূচিতে মন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়
Leave feedback about this