2024-12-16
agartala,tripura
রাজ্য

বিপন্ন পরিস্থিতিতে গরিবদের পাশে তেলিয়ামুড়া প্রদেশ কংগ্রেস

জনতার কলম তেলিয়ামুড়া প্রতিনিধি :- বুধবার তেলিয়ামুড়া প্রদেশ কংগ্রেস এবং কংগ্রেস যুব সংগঠনের উদ্যোগে তেলিয়ামুড়া-স্থিত বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠপ্রাঙ্গনে প্রায় ৪০০ দুঃস্থ ও নিরন্ন শ্রমিক পরিবারের হাতে ত্রাণ সামগ্রি হিসাবে আটা, পিঁয়াজ, তেল, সোয়াবিন, ইত্যাদি তুলে দেওয়া হয়। আজকের এই ত্রাণ বন্টন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ বিশ্বাস, ত্রিপুরা রাজ্য সেবাদলের রাজ্য সভাপতি নিত্যগোপাল রুদ্রপাল, প্রাক্তন বিধায়ক তথা প্রদেশ কংগ্রেস রাজ্য কমিটির অন্যতম সদস্য রাজ্যেশ্বর দেববর্মা, তেলিয়ামুড়ার যুব আইকন অনির্বাণ সরকার সহ অন্যান্য নেতৃত্বরা । উল্লেখ্য, বর্তমানে করুণা ভাইরাসের প্রকোপের কারণে দেশ তথা রাজ্যজুড়ে লক-ডাউনের চতুর্থ পর্যায়ের শেষে আনলক ১ চলছে । সেইসাথে কাজহীন, কর্মহীন, সাধারণ পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে কংগ্রেস দল । এই দিন তেলিয়ামুড়া পৌর পরিষদের অন্তর্গত ১১/১২/১৩/১৪/১৫ নং ওয়ার্ডের ও গামাইবারি পঞ্চায়েতের প্রায় ৪০০ টি অসহায় পরিস্থিতির শিকার গরিব ও নিরন্ন পরিবারগুলিকে ত্রাণ বন্টন করে কংগ্রেস দল ।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service